জেনে নিন , যে ১০টি কারণে ভালো ছেলেরা প্রেমিকা পায় না !

ছেলেটি খুব ভালো। নম্র-ভদ্র স্বভাবের, কারো সাথে খারাপ ব্যবহার করে না, লেখাপড়ায়ও ভালো। অন্যদিকে ক্যারিয়ার সচেতন, মা-বাবার খেয়াল রাখে, সমাজে সকলেই তাঁদেরকে ভালো ছেলে হিসাবে জানে। একটু লক্ষ্য করলেই দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই এই ভালো ছেলেগুলোর প্রেমিকা হয় না। বা প্রেমিকা হলেও সম্পর্ক স্থায়ী হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই মন ভাঙার যন্ত্রণা ছেলেটি একা বহন করে বেড়ায়। কেন হয় এমন? সেই প্রশ্নের জবাব রইলো এই ফিচারে।

১) গায়ে পড়া স্বভাব নেই

ভালো ছেলেরা শুধু মেয়ে কেন, কারো সাথেই গায়ে পড়ে

শতাব্দীর সেরা প্রেম !

এক বৃদ্ধ প্রেমিক সঙ্গীর বিরহে পরপারে পাড়ি জমিয়েছেন। ৯৫ বছর বয়সী এডি হ্যারিসন এবং ৯৬ বছর বয়সী ইথ হিল নামে ভার্জিনিয়ার এই দম্পতি ১০ বছর একসঙ্গে বসবাস করেন। অবশেষে তারা এই সম্পর্ককে পাকাপোক্ত করার জন্য বিয়ের সিদ্ধান্ত নেন। গত বছেরের জুনে বিয়ে করেন তারা। বিয়ের পর এই বৃদ্ধ দম্পতি হিলের মেয়ে রেবেকা রাইটের বাড়িতে বসবাস করছিলেন।

এ ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শহরে।

রেবেকা জানান, এটা হয়তো শতাব্দীর সেরা প্রেমের গল্প। বৃদ্ধ দম্পতি হ্যারিসন ও হিল একসঙ্গে নাচতো, হাঁটতো এবং একে অন্যকে প্রচণ্ড ভালোবাসত বলে স্মৃতিচারণ করেন মেয়ে রেবেকা।

তবে এই বিয়েতে হিলের সম্পত্তির বিতরণে জটিলতা দেখা দিতে পারে- এমন আশঙ্কায় আদালতের দ্বারস্থ হন তার আরেক মেয়ে প্যাট্রিকা বারবার।

আদালত এই বিয়েকে অক্ষুণ্ন রেখে ইথ হিলের জন্য তার দুই মেয়ের পরিবর্তে নতুন অভিভাবক নিযুক্ত করার আদেশ দেন। এ বিষয়ে হিলের মেয়ে রেবেকা রাইট জানান, গত বছরের ৬ ডিসেম্বর তার মায়ের নতুন অভিভাবক তার বাড়িতে আসেন। নতুন অভিভাবক তার মাকে ফ্লোরিডায় বোন বারবারের বাড়িতে নিয়ে যেতে

জেনে নিন, খুব কঠিন পড়া মনে রাখার কিছু সহজ কৌশল

লেখাপড়া বেশিক্ষণ মনে রাখতে পারেন না? কোন পড়া সহজে মুখস্থ হতে চায় না, কিংবা কঠিন কিছু বারবার চেষ্টা করেও শিখতে পারেন না? যতই চেষ্টা করুন না কেন, পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যান? আপনার সমস্ত সমস্যার সমাধান পেতে পারেন এই ফিচারে। জেনে নিন খুব সহজে কোন কিছু শিখে ফেলার দারুণ কার্যকরী ও বৈজ্ঞানিক ৫টি কৌশল। কেবল লেখাপড়া নয়, অন্য যে কোন কিছু শিখতেও কাজে আসবে।

১) চোখ দেখবে, কান শুনবে, মস্তিষ্ক বুঝবে

কঠিন পড়াগুলো জোরে জোরে উচ্চারণ করে পড়ুন। তবে কেবল জোরে উচ্চারণ করলেই হবে না, শুনতে হবে খুব মন দিয়ে। একই সাথে বিষয়টা বোঝার চেষ্টাও করতে হবে। যে অংশ্তি বুঝতে পারবেন না, সেটি একাধিক বার করে পড়ুন।

২) লিখে লিখে পড়া অভ্যাস করুন

যেটা পড়বেন, সেটা না দেখে লেখার চেষ্টা করুন। লিখে মিলিয়ে নিন যে ঠিক হলো কিনা। ঠিক না হলে আবার লিখুন। কয়েকবার লিখলেই রপ্ত হয়ে যাবে।

৩) আছে বিশেষ সময়

কঠিন কিছু শিখতে হলে নিজেকে জোর করে পড়ার টেবিলে বসাবেন না। শুধুমাত্র তখনই চেষ্টা করুন। যখন আপনি খুব আগ্রহ বোধ করছেন শেখার। নাহলে রাতের বেলায় পড়তে বসুন। যেন পড়া শেষ করেই

জেনে নিন, বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে তোলে আপনার যেসব বিষয়গুলো

কখনো ভেবে দেখেছেন কি, আপনার কোন বিষয়গুলো বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করে? একজন নারীর চোখে পুরুষের কোন বিষয়গুলো আকর্ষণীয় বা একজন পুরুষ নারীদের কোন ব্যাপারটিকে ভালোবাসেন? নারী-পুরুষ নির্বিশেষে কিছু ব্যাপার আছে, যেটা বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করবেই করবে। চিনে নিন সেই ব্যাপারগুলো এবং আরেকটু বাড়িয়ে তুলুন নিজের আকর্ষণ।

◘ যেকোনো মানুষের কাছেই অন্য মানুষের সবচাইতে আকর্ষণীয় ব্যাপারটি হচ্ছে হাসি। আপনি কত সুন্দর করে আর সহজ ভাবে হাসতে পারেন, সেটাই বাড়ায় আপনার আকর্ষণ।

◘ পোশাক যেমনই হোক, সেটা যদি হয় পরিপাটি ও পরিছন্ন, তাহলে তা বিপরীত লিঙ্গের কাছে আপনার আকর্ষণ বাড়িয়ে তোলে বহুগুণে।

◘ সুন্দর বাচনভঙ্গী একটি দারুণ গুরুত্বপূর্ণ বিষয় যে কারো জন্যই। আপনি যদি সুন্দর করে কথা বলতে জানেন, তাহলে বিপরীত লিঙ্গের মন জয় করা কোন বিষয়ই না।

◘ উচ্চতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বৈকি। নারী-পুরুষ নির্বিশেষে লম্বা মানুষের

জেনে নিন, কানের ব্যথা সহজে দুর করার ঘরোয়া উপায় !

ব্যাকটেরিয়ার আক্রমণ, অ্যালার্জি, ঠাণ্ডা, কানে পানি ঢোকা, দুর্ঘটনায় কানে ব্যথা পাওয়া, ফাঙ্গাস, কানের ভেতরে ব্রণের সমস্যা, কানের কোনো রোগ ইত্যাদি সহ আরও নানা কারণে কানে তীব্র ব্যথা হতে পারে। কানের ব্যথা অনেক যন্ত্রণাদায়ক। এই সময় ভুলেও কানে আঙুল কিংবা অন্য কোনো কিছু অথবা কটন বাড জাতীয় জিনিস ঢোকানো যাবে না। কানের ব্যথা কমাতে ঘরোয়া কিছু চিকিৎসা নিতে পারেন খুব সহজেই। এতে করে খুব দ্রুত কানের তীব্র ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি এতে কাজ না হয় তবে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হোন।

গরম ভাপ

একটি বোতলে কিংবা হট ব্যাগে গরম পানি নিয়ে অথবা একটি সুতি পাতলা কাপড় গরম পানিতে ভিজিয়ে কানের কাছে চেপে ধরুন। গরম ভাপ কানের ভেতরে গেলে কানের ভেতরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। এতে করে কানের ব্যথা উপশম হবে।

রসুন ও তিলের তেল

রসুনের অ্যান্টিবায়োটিক উপাদান কানের ব্যাকটেরিয়ার আক্রমণের ব্যথা উপশমে কাজ করে। ২ টেবিল চামচ তিলের তেলে ১ চা চামচ থেঁতো করা রসুন ফুটিয়ে নিন ২/৩ মিনিট। রসুন ছেঁকে নিয়ে এই তেল ঠাণ্ডা হতে দিন। তেল ঠাণ্ডা হলে ২/১ ফোঁটা তেল কানের ভেতর দিয়ে দিন। ব্যথা কমে যাবে।

আদা

আদার অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান দ্রুত কানের ব্যথা উপশমে বেশ কার্যকরী। আদা ছেঁচে নিয়ে এর তাজা রস ২/৩ ফোঁটা কানের ভেতর দিয়ে দিন। ব্যথা উপশম হবে। এছাড়াও আদা থেঁতো করে তিলের তেলে ফুটিয়ে তেল কানের ভেতর